BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Wednesday, February 24, 2016

#Shut Down JNU #Shut Down Jadavpur University যাদবপুরের বেয়াড়া বাচ্চাগুলান নিকেশ না করা অব্দি বাংলার জল বাতাসে বিষ ঢালো,কল্কি মহারাজের রায়

#Shut Down JNU #Shut Down Jadavpur University

যাদবপুরের বেয়াড়া বাচ্চাগুলান নিকেশ না করা অব্দি বাংলার জল বাতাসে বিষ ঢালো,কল্কি মহারাজের রায়

পলাশ বিশ্বাস

সাক্ষাত সম্রাট অশোক বংশ ধ্বংস করে বৌদ্ধময় ভারতবর্ষকে যে পুষ্যমিত্র সুঙ মনুস্মৃতি চালূ কইরাছিলেন এবং যাহার মহিমামন্ডনে মহাকাব্য,পূরাণ ইত্যাদি রচনা হইল,তাহার আবার পুন্রজন্ম হইয়াচে কল্কি মহারাজ অবতারে।


জেএনউর আসল কেস্সা হরিকথা অনন্তের আদানি অম্বানী মুনাফা উসুল রাজকার্যের থেকে ভিন্ন নহে।


কোনো এক যোগী বিশুদ্ধতা ও আযুর্বেদের নামে ভারতের তামাম ব্রান্ডকে রাজ সহযোগে ডাস্টবিনে ফেলাউয়া কনজুমার বাজার দখল কইরাছেন।চাল তেল আটা ঘী মাখন সাবান থেকে নিয়া ওষুধ এবং এমনকি কস্মেটিক ফেয়ারনেস ইন্ডাস্ট্রিতেও এহন তেনারই আধিপাত্য।


এহন খবর হইল সেই যোগী মহারাজ কল্কি মহারাজের প্রোমোশানে সংরক্ষণে সরকারি খরচে আম জনতার পযসায় হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পদানুসরণে দেশ ভক্ত স্বযংসেবক তৈরি করার লক্ষ্যে একটি গ্লোবাল বিশ্ববিদ্যালয় ভারতের রাজধানীতে তৈরি করতাছেন।


অতএব  #Shut Down JNU

জেএনউ মিছিলের মুখ দেখলে মনে হইবে মাতৃতান্ত্রিক গণ আন্দোলন।জেএনউতে ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রী সংখ্যা অনের বেশি।বেনারস বিশ্ববিদ্যালয়ে ও ছাত্রী সংখ্যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেইকা বেশি।


তবে জেএনউতে ছাত্রীদের সংখ্যা হয়ত ছাত্রদের তুলনায় দ্বিগুণ,মোট বাহাত্তর শতাংশ।


আইআইটি বা আইআইএমে দলিত ওবিসি ও আদিবাসী ছাত্রদের সংখ্যা রিজার্বেশান সত্বেও হাতে গোণা।দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের তুলনায় জেএনউতে ওবিসি দলিত ও আদিবাসী ছাত্রদের অনুপাতও বেশি।


দিল্লীতে যাদের পিটিয়ে মারা হয়,পূর্বোত্তর ভারতের ছাত্র ছাত্রী,দন্ডকারণ্য,দ্বীপসমুহ ও হিমালয়ের ছাত্রেরা,পূর্ব ভারতেও উপেক্ষিত বিহার,অসম এবং উড়ীষ্যার ছাত্র ছাত্রীরাও জেএনউতে অনেকি বেশি।


অতএব  #Shut Down JNU এর প্রকৃত তাত্পর্য্য মহিলা,ওবিসি,দলিত ও আদিবাসী ছাত্রদের শিক্ষার অধিকার হইতে বন্চিত করার মনুস্মৃতি বিধান।মনুস্মৃতি মোতাবেক কোনো পবিত্র অনুষ্ঠানে বৈদিকী কর্মকান্ডে,মন্ত্রপাঠে অধিকার থেকে মহিলা,ওবিসি,দলিত ও আদিবাসীর অধিকার নিষিদ্ধ।


বৌদ্ধময় ভারত ধ্বংস করে,সম্রাট অশোকের বংশ নিকেশ করে এই পুষ্যমিত্র সুঙই মনুস্মৃতি বিধান চালু কইরাছিলেন,জ্ঞানের অধিকার থেকে বন্চনার এই মনুস্মৃতি বিধানই এহন মেকিং ইন মুনাফাউসিলি ফর সুখিলালা টু কিল মাদার ইন্ডিযা এন্ড হার সানস এন্ড ডটার্স।


মনুস্মৃতি বিধানই যে মূল হিন্দুত্ব এজেন্ডা তাহারই পরিণাম


 #Shut Down Jadavpur University



যাদবপুরের বেয়াঢ়া বাচ্চাগুলান নিকেশ না করা অব্দি বাংলার জল বাতাসে বিষ ঢালো,কল্কি মহারাজের রায়।



যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালের পঠন পাঠন ঐতিহ্য অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানে এখানকার ছাত্র ছাত্রীরা জেএনউ থেকে পিছিয়ে নেই,যেহেতু জেএনউর মতই যাদবপুরেও ছাত্রীদের বিরুদ্ধে জেন্ডার বায়াস নেই বলতেই চলে এবং জেএনউর মতই যাদবপুরেও ছাত্রীরাই যাদবপুর বিশ্ববিদ্যালযের মুখ, তাই দেশদ্রোহিতার অভিযোগে জেএনউর মতই #Shut Down JNU পরপর  #Shut Down Jadavpur University


যেমন #RSS counts condomes,তেমনিই বাংলাতেও প্রতিবাদী স্বাধীনচেতা ছাত্রীকে কন্যাশ্রীর বাংলায় জ্যান্ত পুড়িযে মারার হুমকি বার বার বারম্বার।


রাজনীতিতে সব মন্চে সবার অভিনয় সেই মনুস্মৃতিরই বাচাল আবেগ সর্বস্ব প্রোমোশান।


আজ সকালের কাগজ যাহারা পড়ন নাই তাহারা দেখুনঃ




The absolute Monarch created the mess!He ordered to kill the universities!
What is the urgency of yet another Ram Mandir somewhere else while the Parliament is reduced to a religious place.They might worship God Ram Lala in the Parliament?

  • যাদবপুর নিয়ে কেশরীর কাছে ক্ষোভ মোদীর!
  • জনগণমন ম্লান করে সংসদে 'জয় শ্রীরাম'ধ্বনি

    24 Feb 2016, 0837 hrs IST,
    • জনগণমন ম্লান করে সংসদে 'জয় শ্রীরাম'ধ্বনি
    জাতীয় সঙ্গীত শেষ হতেই, আরও জোরে রব উঠল, 'ভারতমাতা কি জয়৷' অন্য সময়ে দিনের শুরুতে লোকসভায় '...
    It is Kalijug in accordance to the holy scripts of Hindutva and the Kalki Avtar has emerged with landslide mandate.We have made him the monarch of the destiny.

    Since Rohit`s institutional killing,the masses have been seeing the faces of the killers in open daylight.But it is all the way a fascist time in which our nation is subjected to ethnic cleansing under Manusmriti Discipline.We recognize the Manusmriti.

    But we failed to frame the Absolute Monarch who has an world famous reputation for his unprecedented expertise for genocide culture.

    He is branded for fashion statement worldwide so that no one should see the blood on his face and hands which he might not wash with all the oceans.

    The Monarch visited Kolkata recently to inject blid religous nationalim in this part of the country.Media reports that he interacted with the governor in extreme anger as the students of Jadavpur university has been spared and Jadavpur has not become JNU!

    The Monarch ordered his party men to behave as the  Kesria lawyers have showcased their Swaraj Ramrajya in Delhi.The party has indulged in hate campaign accordingly and the children in Jadavpur university have to face the sedition trial sooner or later.

    In democracy,the head of the government is responsible for governance as rule of law.

    It is not a democracy anymore and we have no freedom,no right and reduced to pet subject.Thus,no one else is responsible.
    We have tasted his diplomacy in Nepal.

    His war cry has shifted the middleeast warzone right into our heart and his regime is reduced to Mandal V/S Kamandal as Bharat is Mahabharat yet again and we citizens stand Nimitt Matra to be killed sooner of later.Thus,we have allowed him to kill our children first.It is all about his business friendly governance!

    We have our crusaders and others have their crusaders.
    Every action is answered with reaction.

    Thus,the Hindutva agenda has created a Jihad against Bangladesh Hindus who are unwanted in India and they are destined to bear the burns of Hindutva as those who crossed the border during partition holocaust have been bearing.

    The Parliament has become the Bhavya Rama Mandir as we witnessed live telecast of Jai Shri Ram in the parliamnet.

    What is the urgency of yet another Ram Mandir somewhere else while the Parliament is reduced to a religious place.They might worship God Ram Lala in the Parliament.


    P



--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...