BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Saturday, November 28, 2015

সহিষ্ণুতা পাটালি! জয় হে ,দেবি সহিষ্ণুতা,জয় হে! জয় জয় জয় হে,জয় হে দেবি সহিষ্ণুতা! রক্ত ঝরিবে যত,বুঝিও সহিষ্ণুতা ঠিক তত! গাজন লাগিল বোধয়,বোধয় অকাল বোধন! বঙ্গে কত না রঙ্গ রক্তপাত দ্যাখবে দুপেয়ে! দিদি গো,চার জেলা নূতন জুড়িল,অঙ্গ জুড়াল! তবু সংশয়,চরণামৃত চাটন যত কপালে জুটিবে উন্নয়ন তত! ফিলহাল মজবুরি কা নাম সারা দ্যাশে বাপের নাম! সংসদে সংকল্প হইল একখান! রইবে বেঁচে বর্তে ধর্মনিরপেক্ষতা! হইব না সংবিধান সংশোধন! ফিলহাল মজবুরি কা নাম সারা দ্যাশে বাপের নাম! তেমনি মজবুরি বাবা সাহেব! পলাশ বিশ্বাস

সহিষ্ণুতা পাটালি!


জয় হে ,দেবি সহিষ্ণুতা,জয় হে!

জয় জয় জয় হে,জয় হে দেবি সহিষ্ণুতা!

রক্ত ঝরিবে যত,বুঝিও সহিষ্ণুতা ঠিক তত!



গাজন লাগিল বোধয়,বোধয় অকাল বোধন!

বঙ্গে কত না রঙ্গ রক্তপাত দ্যাখবে দুপেয়ে!


দিদি গো,চার জেলা নূতন জুড়িল,অঙ্গ জুড়াল!

তবু সংশয়,চরণামৃত চাটন যত

কপালে জুটিবে উন্নয়ন তত!


ফিলহাল মজবুরি কা নাম

সারা দ্যাশে বাপের নাম!


সংসদে সংকল্প হইল একখান!

রইবে বেঁচে বর্তে ধর্মনিরপেক্ষতা!

হইব না সংবিধান সংশোধন!


ফিলহাল মজবুরি কা নাম

সারা দ্যাশে বাপের নাম!

তেমনি মজবুরি বাবা সাহেব!

পলাশ বিশ্বাস



গাজন লাগিল বোধয়,বোধয় অকাল বোধন!

বঙ্গে কত না রঙ্গ রক্তপাত দ্যাখবে দুপেয়ে!


হবে হবে সেও হবে ছুঁচোর কেত্তন!

আরও হবে মাদারির খেল!

হবে হবে আবার মন্কী বাতেঁ,মিতরোঁ!


দিদি গো,চার জেলা নূতন জুড়িল,অঙ্গ জুড়াল!

তবু সংশয়,চরণামৃত চাটন যত!

কপালে জুটিবে উন্নয়ন তত!


ফিলহাল মজবুরি কা নাম

সারা দ্যাশে বাপের নাম!

তেমনি মজবুরি বাবা সাহেব!


সংসদে সংকল্প হইল একখান

রইবে বেঁচে বর্তে ধর্মনিরপেক্ষতা!

হইব না সংবিধান সংশোধন!


জয় হে ,দেবি সহিষ্ণুতা,জয় হে!

জয় জয় জয় হে,জয় হে দেবি সহিষ্ণুতা!

রক্ত ঝরিবে যত,বুঝিও সহিষ্ণুতা ঠিক তত!


ভারত সরকার বাঁচাইছে সংবিধান!

জল জমি জমিন সবই বাঁচিবে যেমনে!

সুন্দরবনে ম্যানগ্রোভ বাঁচিবে ত্যামনে

নূতন জেলাতেই বাঁচিবে সুন্দর মন বন!


মৌচাকে মধু ঝরে আহা!

আহা কি আনন্দ! বাহা আনন্দ!


নাচিয়া উঠিলাম তিড়িং বিড়িং

মরা মানসে,বাদা বনে ফিরিবে প্রাণ

যেমনি পরিবর্তনে ডেকেছে বান!


আসিছে ঘনাইয়া আবারো সুনামি!

ভাঙ্গবে যত,বানাবে তত!

আরও আছে ত্রাণ,অনুদান!

আছে পুরস্কার উত্সব সম্মান!


ডরাও কেন হে পেটপচা বাঙালি?


জুটিছে যত না ক্যালানি,ভোট ততেক

জোটে কি না জোটে,জনতা হায়রান!

শুধু মুধু,চাচা বাঁচা আপন জান!


আবারো সেই ধর্ম জাতি মেরুকরণ!

যতটা ঠিক ততটাই ধর্ম নিরপেক্ষতা!


চরণামৃত চাটন ঠিক যতটা ঘটন কিংবা

অঘটন,ইহাই ফার্মুলা ইহাই উন্নয়ন!


চারদিকে উত্সব,লাগিল গাজন!

যার দাড়ি আচে পোয়া বারো তার!

হিজাবে শোভিত যিনি,পোয়া বারো তারও!


দাড়ি নাই বা থাকিল চরণামৃত যেহ

চাটিবে যতনে,ভয় নাই ভয় নাই!


উচ্চ রহিবে শির,কাটিবে না দেহ

খসিবে না মুন্ডু ধরাতলে,জানিবে!



শুনিবে খণার বচন রাতদিন যেমনি

শুনিও মন্কী বাতেঁ,মিতরোঁ!


চরণামৃত রহিবে শিরে, মাতে!


মগের মুল্লুক কহিবে যে জন,

চেল্লাবে অসহিষ্ণুতা অসহিষ্ণুতা,

জানিবে সে হালা হালি চাহে না উন্নয়ন



ধীরে বহিতেছে প্রগতি বসন্ত তবু

কেনা কাটায় পযসা পড়ে না কম!


বোনাস ভাতা আরও ছুটি দপা দফা!

যেমনি শারদা,চিটফান্ড হাজারো

ত্যামনি হইয়াচে কি কিছুই দফা রফা?


বাজারে আগুন পোড়ে না কোনো হালা হালি!

বুঝিও গরীব মুনিষ্যি মুনিষের জাত,তাই

পেটেও সহে তাহাদের,পিঠেও সহে তাই!

চরণামৃত চাটনে মন যাহাদের উচাটন!


দ্যাখিও,শীত পড়তাছে,পাটালি  গুড়

আরো আছে মোয়া!সবথেকে বড়

ভাই উন্নযণের মোয়া!খাও সবে মোয়া

পিঠে পুলি উত্সবে পাবে,চাই কি!

জয় হে ,দেবি সহিষ্ণুতা,জয় হে!

জয় জয় জয় হে,জয় হে দেবি সহিষ্ণুতা!

রক্ত ঝরিবে যত,বুঝিও সহিষ্ণুতা ঠিক তত!




প্রকল্প আছে যেখানে,বোঝা হালার পো হালা!

উন্নয়ন দ্যাখতে হইব না,সবই পিপিপি হালা!

সরকার করিবে কি ,বোঝো না হালা সাইক্লোন ঔ

সপ্তম বেতনমান,এমনিতেই কত না  ভাতা বাকী!


বেতন চাই তো রুপায়ণে ঢের  দেরি বাকী!

তবু কি ভাতা কি পাও না!আর উপরি!

লোম্বাডা না ছিঁড়িয়াও দখলে যাহাদের সবই!

তাহাদেরই প্রয়োজন সংস্কারর বানচো কাবাঁ!


হাঁড়ির হাল রাজকোষে,জেলা তবু

কম পড়িয়াছে,হইল আরো চার খান!


ভুতের রাজা যদি নাহি দেয় বর

খাওন জুটিবে না!জুটিবে না চলাচল!

জল চাহে চত হোক চল অচল!


যেমনি টিকিত্সা জুটিতেছে না!

শিক্ষাক্ষেত্র কুরুক্ষেত্র যদিও

রাজনীতি ধুন্ধুমার কম নাই!

শিক্ষা,চাকরি এমনিতে কি মেলে?

ফ্রী? ফেলো কড়ি মাখো তেল!


কারখানা না খুলিল একখানা?

বন্ধ হইল ঝাঁকে ঝাঁকে!


হেল্থ হাব দ্যাখ্ ব্যাটা চারদিকে!

ব্যাঙ্গের ছাতা নার্সিং হোম চারদিকে!


মার ঝাঁটা! ঝাঁটা মার সব হালারে!

এত্তা জন্জাল,পয় পরিস্কার কর হালারে!


সাফাই অভিযানে রক্তও ঝরে!

এমন কত না ঝরেছে সাতের দশকে!


কাঁদুনি গাইলেই হল!যত হোক না

ধর্মান্ধ মেরুকরণ!জাত বেজাত বজ্জাতি!

তবুও বুঝিও সংবিধান বহাল !


কতই না ইয়াদে ক্যালাইল ভগবান

বাবাসাহেবরে নিয়া!বহুজন উল্লুক!


বেল্লিকও কিছু কম নাই!শুধু হালা

হালিদের নাই দাড়ি!গৌরিক বটে ওরা!


কেহ কেহ আবার পরম ব্রহ্ম,অবতার কেহ!

পৈতা নাই তা কি,মৈথিলী ব্রাহ্মণ কেহ কেহ!


ধর্মনিরপেক্ষতা বুঝিবে তাহারা কিসে?

তবু ওপার হইতে আসচে একনো

ফাঁক তালে!বেনোজল!চালচুলো নাই!


বেনাগরিক! ঘুসপেঠিযা আসলে!


সবুজ বিপ্লবে আগাছা ছাঁটাই

বৈদিকী হিংসার প্রয়োজন অতিশয়!

এত্তো বোঝো!তবু বোঝো না মহাশয়!


রহিছ হালা দখল করি ফুটপথ যত!

খাস জমি সকল হইল দখল!


নাহলে হত কত  কাবাঁ বাঁ উন্নয়ণ!

জমি নাই ত কিসের কাবাঁ উন্নয়ণ!


ধর্মনিরপেক্ষতা আছে যত

তার চেয়ে বেশি গৌরিকায়ন!

সব থেকে বাড়া কাবাঁ উন্নয়ণ!


সংস্কারে রুধিবে নহেক!অশ্বমেধে

সহযোগিতা চাই!চাই শম্বুক বধ!

আরও চাই অসুর মহিষাসুর বধ!


তবেই না ভগবান ব্যাটা

কল্কি অবতার হইব প্রসন্ন!


মহাজিন্নের সাক্ষাত অবতার!

টাইটেনিকে নামডা লিখাইও এখন!


যাহা চাহিবে তাহাই পাইবে!

পাইছ যেমন ধর্মনিরপেক্ষতা!


দাড়ি এমনিতে খালি খালি বাড়ে নাই!

তবু বল দাড়ি হিজাবের কিছু হয় নাই!


ঢোল ডান্কা পেটানো কমে নাই!

হরি! হরি! হরিবোল! কমে নাই!

মন্ত্রিত্ব,এমপি,এমএলএ গিরি কমে নাই!


আরো আচে পন্চায়েত বানচো!

জাতের নামে বজ্জাতি তাও আছে!


মাথা ভাঙ্গা আছে,ধর্ষণ হইতাছে!

তারারমপমকামদুনি তেকে কাকদ্বীপে!

কাকদ্বীপও বদ্বীপ সুন্দরবন!


তারও পর আরো জেলা চার!

সুস্বাগতম! সুস্বাগতম!মোতো জোরে!


মোতনে একতা চাই অবিশ্যিই!

পেটাও ঢোল ডন্কা আরো আরো জোরে!


জমি অধিগ্রহণ বন্ধ আছে!

প্রমোটারি কি বন্ধ হইয়াচে?

সিন্ডিকেট বিল্ডার কম নাই!শুধু

পৈতৃক ব্যাটা বেটি, ভিটেটাই নাই!

আরো আছে এফডিআই!


তবু দ্যাখতাছো না কতই না বহুতল!

বঙ্গে বহিছে বহুতল উন্নয়ণ বাতাস!


তবু এ্যাতো কুকথা কুত্সা ক্যেনো?

কোন বেটা বেটি বেয়াড়া কেডা?


সংবিধান বহাল তবিয়তে!

ধর্মনিরপেক্ষতাও বহাল!


গাজন লাগিল বোধয়!বোধয় অকাল বোধন!

বঙ্গে কত না রঙ্গ রক্তপাত দ্যাখবি দুপেয়ে!


দিদি গো,চার জেলা নূতন জুড়িল!অঙ্গ জুড়াল!

তবু সংশয়,চরণামৃত চাটন যত!

কপালে জুটিবে উন্নয়ন তত!


ফিলহাল মজবুরি কা নাম !

সারা দ্যাশে বাপের নাম!


মজবুরি বাবাসাহেব আরো বেশি!

তাই ত ছুঁচোর কেত্তন আয়োজন!


সংসদে সংকল্প হইল একখান!

রইবে বেঁচে বর্তে ধর্মনিরপেক্ষতা!

হইব না সংবিধান সংশোধন!


জয় হে !দেবি সহিষ্ণুতা!জয় হে!

জয় জয় জয় হে!জয় হে! দেবি সহিষ্ণুতা!

রক্ত ঝরিবে যত,বুঝিও সহিষ্ণুতা ঠিক তত!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...