BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Wednesday, June 19, 2013

এবার কয়লা কেলেঙ্কারি কাণ্ডের আঁচ পড়ল প্রধানমন্ত্রীর উপর

এবার কয়লা কেলেঙ্কারি কাণ্ডের আঁচ পড়ল প্রধানমন্ত্রীর উপর

এবার কয়লা কেলেঙ্কারি কাণ্ডের আঁচ পড়ল প্রধানমন্ত্রীর উপর
এই সময়, নয়াদিল্লি: কয়লা কেলেঙ্করির আঁচ এ বার সরাসরি এসে পড়ল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপর৷ সিবিআই মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের দুই প্রাক্তন অফিসারকে কয়লা কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে৷ প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি ও বর্তমানে পরামর্শদাতা টি কে এ নায়ারকেও জেরা করা হতে পারে৷ ২০০৬ -২০০৯ সাল পর্যন্ত কয়লা মন্ত্রক মনমোহনের হাতে ছিল৷ সে সময়ে একাধিক বেসরকারি সংস্থাকে কম দামে কয়লা ব্লক বিলি করা নিয়েই মূল অভিযোগ৷ এতদিন বিরোধীদের বক্তব্য ছিল, প্রধানমন্ত্রী কয়লা কেলেঙ্কারির দায় এড়িয়ে যেতে পারেন না৷ এ বার সিবিআই খোদ প্রধানমন্ত্রীর দপ্তরের আমলাদের জেরা শুরু করায় বিজেপি বলতে শুরু করেছে, তাদের অভিযোগ যে কতটা সঠিক ছিল, সেটা প্রমাণিত হল৷

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অফিসের প্রাক্তন দুই অফিসার ভিনি মহাজন ও আশিস গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ ২০০৬-২০০৯ সালের সময়কালে ভিনি মহাজন প্রধানমন্ত্রীর অফিসের ডিরেক্টর ও আশিস গুপ্তা ভিজিল্যান্স অফিসার ছিলেন৷ ব্লক বণ্টনের প্রক্রিয়া তাঁদের দু'জনেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ সিবিআই সূত্রের খবর, কয়লা বণ্টনে কী নীতি অনুসরণ করা হয়, সংস্থাগুলি সম্পর্কে যথাযথ খোঁজখবর করা হয়েছিল কিনা, ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদের৷ টি কে এ নায়ারকেও এ ধরনের প্রশ্নই করা হবে৷ প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তাকে জেরা করা হবে আগামী বৃহস্পতিবার৷

দ্বিতীয় ইউপিএ-র আমলে বারবার করে নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠলেও, এ ভাবে প্রধানমন্ত্রীর অফিসের আমলাদের সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়নি৷ এ বার সেটাও হল৷ এরপর প্রধানমন্ত্রী তথা কংগ্রেসকে এ নিয়ে রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হবেই৷ বিজেপি এর আগে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করে দীর্ঘদিন সংসদ অচল রেখেছে৷ আসন্ন বর্ষা অধিবেশনেও সরকার ও প্রধানমন্ত্রীকে আক্রমণের নতুন হাতিয়ার পেয়ে গেল রাজনাথ সিং-এর দল৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...