BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Saturday, November 29, 2014

India's water war: ভারতের প্রত্যেকটি বাঁধ আন্তর্জাতিক আইনের পরিপন্থি


Bangladeshi intelligentsia highly concerned with ecology and environment accuse India to have launched a water war as India accuses against India,It is rather a selfy in the mirror to find all Indian big dams against international laws what exactly,we who had been active to voice our protest against disastrous water resource management and creation of big dams merging localities consisting of aborigine demography,saying since sixties.Pl read a report published in Bangladeshi media.

Palash Biswas

India's water war: ভারতের প্রত্যেকটি বাঁধ আন্তর্জাতিক আইনের পরিপন্থি 

পানি বিশেষজ্ঞ ড. এস আই খান বলেছেন, 'উজানের বিভিন্ন নদীতে দেওয়া ভারতের প্রত্যেকটি বাঁধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ওই বাঁধ ভারতের জনগণের কোনো উপকারে আসেনি বরং তা বাংলাদেশের জনগণের মরণফাঁদে পরিণত হয়েছে।'তিনি আরও বলেন, 'ভারত যেভাবে নদী ব্যবহার করছে সেভাবে নদী ব্যবহার করার এখন আর কোনো আন্তর্জাতিক আইন নেই। নদী ব্যবহার করা প্রতিটি মানুষের ঐতিহাসিক অধিকার। জাতিসংঘের ১৯৯৭ সালের সনদ অনুযায়ী প্রতিটি নদীর ঐতিহাসিক প্রবাহ নিশ্চিত করতে হবে।'

পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক বলেন, 'ইন্দারা গান্ধী থেকে শুরু করে ভারতের বিভিন্ন সরকার সবসময়ই বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। অথচ তারা বাংলাদেশকে মিষ্টি কথায় ভুলিয়ে একের পর এক নদীতে বাঁধ দিয়ে পানি নিয়ে নিচ্ছেন। এতে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হয়েছে ও হচ্ছে।'ইনামুল হক বলেন, 'নতজানু অবস্থার কারণে এ সমস্যা সমাধানের জন্য সরকার জাতিসংঘে যেতে পারছে না। এ নতজানু অবস্থা থাকলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব।'

http://www.amardeshonline.com/pages/details/2014/11/29/261613#.VHlX42fDWtd

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...