BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Friday, August 30, 2013

মুক্ত নীতিই বহাল মনমোহনের

মুক্ত আর্থিক নীতিই বহাল প্রধানমন্ত্রীর

মুক্ত আর্থিক নীতিই বহাল প্রধানমন্ত্রীর
এই সময়: ডলারেরতুলনায়টাকারদামের পতন নিয়ে দেশ জুড়ে যখনচলছেতোলপার, তখনদেশেরআভ্যন্তরীণমুক্তআর্থিকনীতিইবহালরাখলেনপ্রধানমন্ত্রীমনমোহনসিং।এদিনলোকসভায়বিবৃতিদিতেগিয়েতিনিবলেন,পাল্টেযাচ্ছেআমেরিকারঅর্থনৈতিককাঠামো। ফলে এই পতনবাহ্যিককারণেইহচ্ছে।পাশাপাশিরয়েছেদেশেরআর্থিকপরিকাঠামোও।তিনিএওজানান, এইপরিস্থিতিতেআমদানিরথেকেরপ্তানিরদিকে নজররাখতেহবে।বেশি।। 

শুক্রবার বিরোধীদের তোপের মুখে পড়ে আবার মুখ খুললেন তিনি৷ তবে এ বার আশ্বাস নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে সত্যিই কঠিন এবং তার জন্য অভ্যন্তরীণ বেশ কয়েকটি কারণই যে দায়ী, সে কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ লাগাতার টাকার দাম পতনের কারণ হিসেবে তাঁর বিবৃতিতে উঠে এসেছে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তিত আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো। শুধু ভারতই নয়, অন্য দেশের আর্থিক হালও এক। 

মনমোহনের বক্তব্য, 'দেশ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা অস্বীকারের উপায় নেই৷ এর জন্য বেশ কিছু অভ্যন্তরীণ বিষয়ও দায়ী৷ শক্তহাতে এই পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন৷' তবে এর পাশাপাশি মূল্যবৃদ্ধিতে বৈদেশিক প্রভাবের কথাও অস্বীকার করেননি তিনি৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...