BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Sunday, July 12, 2015

It is GHATAK VS JUDHISHTIR!একজনের নাম ঋত্বিক কুমার ঘটক আর একজনের নাম গজেন্দ্র । ছো !!!!!!

It is GHATAK VS JUDHISHTIR

1 hr · 

একজনের নাম ঋত্বিক কুমার ঘটক আর একজনের নাম গজেন্দ্র । ছো !!!!!!

FTII'র সংগ্রাম কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে কলরব । যারা ইতিহাস বিভাগের মাথায় চড়াতে চায় মুরলি মনোহর কে । যারা একজন অশিক্ষিত অর্বাচীন 'বহু' কে বসায় মন্ত্রী পদে । যারা মহারাষ্ট্রের মানুষের খাদ্য রুচির উপর খাঁড়া নামিয়ে আনে । এমন কি ডিম খাওয়ার বিরুদ্ধে কথা বলে । যারা একটা হিংসা গ্রন্থ কে জাতীয় গ্রন্থ করতে চায় । যারা গুজরাতে সিংহ পাওয়া যাওয়ার অজুহাতে জাতীয় পশু বানাতে চায় গির অরন্যের পশু কে ।

ারা সারা ভারতবাসীকে সকাল বেলা বলপূর্বক ভাবে ঝাড়ু হাতে ফ্যাসন করতে বলে স্বচ্ছ ভারতের নামে । যারা কথায় কথায় ক্ষুধা নিবারনের মন্ত্র হিসাবে গায়েত্রি জপ করতে বলে । খিধে পেলে ধ্যান বা শবাসন করতে বলে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ । তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ যারা আচ্ছে দিনের বদলে পাঞ্জাব, মধ্যপ্রদেশে ডুবে যায় হাড়হিম করা দুর্নীতির পাঁকে ।

যারা সব কিছুতেই গরু দেখতে পায় । গবেষণার (গো+ এষনা) নামে গরু খোঁজে । যাদের প্রত্যক্ষ মদতে শশধর তর্কচূড়ামনি বলেন ব্রাম্ভনদের মাথার টিকি আসলে আধুনিক এন্টেনা । জিওলজিকাল সোসাইটি অফ ইন্দিয়ার চেয়ারম্যান সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক আলোচনায় দাবী করেন ঋগ বেদে যা কিছু ভৌগলিক বা ভূতাত্ত্বিক নাম আছে তার বাস্তবতা মেনে নিতে হবে । পুসালকর পৌরাণিক কাহানীর ভিত্তিতে বৈদিক মানুষের ইতিহাস ৩১০০ খ্রিস্টপূর্বাব্দ পিছিয়ে নিয়ে এসেছেন যা কিনা ১৫০০এর বেশী পুরানো নয় । এবং জয়পুরের হিস্টোরিকাল রিসার্চে যুক্ত একজন অধ্যপক দাবী করেন মহাকাব্য নায়কদের পুরাতাত্ত্বিক সাক্ষ্য না পেলেও এগুলোই ইতিহাসের নির্ভরযোগ্য উপাদান । আমাদের দেশে এভাবেই ইতিহাস চর্চা হয়ে আসে ।

যারা এতো দিন ইতিহাস কে বিকৃত করেছে, তারাই নাকি আদালতে কেস ঠুকেছে মাদ্রাসা বোর্ড কেন ইসলামিক হিস্ট্রির উপর জোর দিচ্ছে । তুমি রামের যোগ্য 'জারজ সন্তান' যখন ভারতের স্বাধীনতা সংরামে জিন্না ছাড়া কোন 'মুসলমান' সংগ্রামী কে জায়গা দাও না । সমুদ্রগুপ্তের একটি মাত্র বীণা বাদনের মুদ্রা ছাড়া সব কটিই ধ্বংসের চেহারার মুদ্রাকে আস্তিনের তলায় লুকিয়ে রেখে কেবল বীণা বাদনের নেক্যু ছবি প্রচার করো । যখন একজন স্ত্রী নিপীড়ক কে সিংহাসনে বসাও । যখন একজন মুসলমান সম্রাটের ১৮টা ঘোড়া নিয়ে বাংলা জয়ের আষাঢ়ে গল্প ফাঁদো তখন কোথায় যায় তোমায় নিরপেক্ষ ইতিহাস চর্চা ?????

তাই ওমন বালের সদাসত্যচারী, স্ত্রী কে বন্দক রেখে জুয়াড়ি,রাজ্য লিপ্সু রাজার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তোপদাগা কে সমর্থন করি । কারন, হু ইস গজেন্দ্র ??? একটা লোকের নাম গজেন্দ্র এখান থেকেই তো তার ডিরেক্টর না হওয়া উচিত । এতো কথার কি আছে ?

একজনের নাম ঋত্বিক কুমার ঘটক আর একজনের নাম গজেন্দ্র । ছো !!!!!!

Chhandak Chatterjee's photo.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...