BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Thursday, October 31, 2013

গ্যাসে ভর্তুকি পেতে আধার চালু কাল

গ্যাসে ভর্তুকি পেতে আধার চালু কাল

gas
এই সময়: আগামিকাল, শুক্রবার থেকে কলকাতা, হাওড়া ও কোচবিহারে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পেতে আধার কার্ড চালু হচ্ছে৷ যে সমস্ত গ্রাহক ইতিমধ্যেই রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর এবং ব্যাঙ্কে তাঁদের আধার নম্বর নথিভুক্ত করেছেন, তাঁদের ক্ষেত্রে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়বে৷ তবে এখনও পর্যন্ত কলকাতার প্রায় ১০ লক্ষ গ্রাহকের মধ্যে মাত্র ৩.৬ শতাংশ গ্রাহক ডিস্ট্রিবিউটরের কাছে তাঁদের আধার নম্বর নথিভুক্ত করেছেন৷ হাওড়া এবং কোচবিহারের ক্ষেত্রে নথিভুক্তকরণের হার যথাক্রমে ৭ এবং ১৬.৫ শতাংশ৷ ফলে অধিকাংশ গ্রাহকই এই সুবিধা পাবেন না৷

রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, যাঁরা এখনও আধার কার্ড পাননি, অথবা গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য ডিস্ট্রিবিউটর এবং ব্যাঙ্কে তাঁদের আধার নম্বর নথিভুক্ত করাননি, তাঁরা ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার পাবেন৷ অর্থাত্‍, তাঁরা আপাতত ৪১২ টাকা ৫০ পয়সা দরেই সিলিন্ডার পাবেন৷ তবে ৩১ জানুয়ারির পর তাঁদের ভতুর্কিহীন দরেই সিলিন্ডার কিনতে হবে৷ অন্য দিকে, যাঁদের আধার নম্বর নথিভুক্ত করা আছে, সেই গ্রাহকদেরও ভর্তুকিহীন দরে সিলিন্ডার কিনতে হলেও ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ১০৩৫ টাকা ৫০ পয়সা৷ প্রতি মাসের ১ তারিখে দর-পরিবর্তনও হয়৷

ইন্ডিয়ান অয়েলের কলকাতা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (এলপিজি) রবীন্দ্রনাথ ঘোষ বলেন, 'যাঁদের নম্বর গ্যাস ডিস্ট্রিবিউটর, ব্যাঙ্ক এবং পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে নথিভুক্ত হয়ে গিয়েছে, তাঁদের ক্ষেত্রে গ্যাস বুক করার সঙ্গে সঙ্গেই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে৷ সিলিন্ডার নেওয়ার সময় অবশ্য তাঁদের ভর্তুকিহীন দরই দিতে হবে৷'

রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির সূত্রেই অবশ্য জানা যাচ্ছে, কলকাতায় রান্নার গ্যাসের অধিকাংশ গ্রাহকই আধার নম্বর পাননি৷ পাশাপাশি, সরকারি সুবিধা ও পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে সুপ্রিম কোর্টের রায়ের পরে রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে আধার নম্বর জানানো নিয়ে এ রাজ্যের গ্রাহকদের মধ্যে বিভ্রান্তিও তৈরি হয়েছে৷ এই দু'য়ে মিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাওয়ার ক্ষেত্রে যা জরুরি, সেই আধার নম্বর নথিভুক্তিকরণের কাজ বহু গ্রাহকই করেননি৷ যদিও আদালতের রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ তবে এর আগে যে সমস্ত শহরে এই ব্যবস্থা চালু হয়েছে, সেখানেও প্রাথমিক সাড়া কলকাতার মতোই ছিল৷ পরে তা বাড়ে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...