BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Monday, August 14, 2017

Belated Central mode to intervene and it works like magic as Gorkha Janmukti Morcha lifts 'fast-unto-death' after 26 days! কেন্দ্রের আবেদনে সুর নরম মোর্চার, মঙ্গলবার থেকে যুব মোর্চার আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত Palash Biswas

Belated Central mode to intervene and it works like magic as Gorkha Janmukti Morcha lifts 'fast-unto-death' after 26 days!
কেন্দ্রের আবেদনে সুর নরম মোর্চার, মঙ্গলবার থেকে যুব মোর্চার আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত
Palash Biswas
We had been looking forward to Government of India to resolve Darjiling stad off as the people in Hills as well as plains have suffered for two months and the rainy season with calamities have set hell losing for the people in Bengal Hills without job,livelihood,ration and even water.Political parties and the governments involved failed to restore law and order in Burning Darjiling.It was lack of political will and honesty which worsened the situation with intensifed divide and rule,capture camaign.
Belated though,Govenment of India seems to be in intervening mode and it works like magic as Gorkha Janmukti Morcha lifts 'fast-unto-death' after 26 days,Welcome indeed.Answering to Union Home minister Rajnath Singh's appeal for peace and normalcy, the Gorkha Janmukti Morcha lifted the fast-unto-death that hit the 26-day mark on Monday. Rajnath Singh in a meeting with Gorkhaland Movement Coordination Committee (GMCC) leaders in Delhi, on Sunday, appealed for the lifting of the fast-unto-death programme and the indefinite bandh. The GMCC, a conglomeration of pro-Gorkhaland parties held a meeting in Delhi on Monday. They requested Bimal Gurung, president, GJM to lift the ongoing fast respecting the Union Home minister's appeal.
However,Gorkha Janmukti Morcha (GJM) principal advisor Swaraj Thapa on Sunday said the only way to resolve the ongoing protests in the north-eastern hilly area is the formation of a separate state of Gorkhaland, adding that the decision to end the hunger strike will be taken after discussing with other stakeholders.

Thapa's comments came after meeting Union Home Minister Rajnath Singh in which the latter asked the various stakeholders to find a way out to resolve the issue and, in the mean time, to lift the hunger strike.
Gorkha Janmukti Morcha (GJM) principal advisor Swaraj Thapa on Sunday said the only way to resolve the ongoing protests in the north-eastern hilly area is the formation of a separate state of Gorkhaland, adding that the decision to end the hunger strike will be taken after discussing with other stakeholders.

Thapa's comments came after meeting Union Home Minister Rajnath Singh in which the latter asked the various stakeholders to find a way out to resolve the issue and, in the mean time, to lift the hunger strike.
ABP Anand reports:
কেন্দ্রের আবেদনে সুর নরম মোর্চার, মঙ্গলবার থেকে যুব মোর্চার আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত
নয়াদিল্লি ও দার্জিলিং: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে কিছুটা হলেও সুর নরম করল মোর্চা। মঙ্গলবার থেকে তুলে নেওয়া হচ্ছে যুব মোর্চার অনশন। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বন্ধ চলবে।
রবিবারই রাজনাথ সিংহর সঙ্গে বৈঠকে বসে গোর্খা জনমুক্তি মোর্চা এবং গোর্খাল্যান্ড আন্দোলন সমন্বয় কমিটি। তারপর রাজনাথ সিংহ এক বিবৃতিতে মোর্চার উদ্দেশ্যে আহ্বান জানান, অনশন এবং অনির্দিষ্টকালের বন্ধ তুলে নিতে। যাতে পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
এই প্রেক্ষিতে সোমবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং আবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে, তাঁর আহ্বানে মঙ্গলবার থেকে যুব মোর্চার অনশন তুলে নেওয়া হচ্ছে। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বনধ চলবে।
রবিবার রাজনাথ সিংহর সঙ্গে বৈঠকের পরও মোর্চা নেতারা দাবি করেন, পৃথক গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হয়েছে। যদিও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি, পাহাড় নিয়ে আলোচনার জন্য রাজনাথ সিংহ নিজে কাউকে ডাকেননি। মোর্চা নেতত্ব এবং গোর্খাল্যান্ড সমন্বয় কমিটি তাঁর অ্যাপয়েন্টমেন্ট চায়। তাঁদের সময় দেওয়া হয় সৌজন্য সাক্ষাতের জন্য।
বৈঠকের সময় পাহাড়ের নেতাদের সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্যকে এড়িয়ে পাহাড় নিয়ে কোনও আলোচনাই হবে না। বৈঠকে দার্জিলিং নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলেও সূত্রের দাবি।
সূত্রের দাবি, কেন্দ্রের এই মনোভাব দেখেই মোর্চা চাপে পড়ে যায়। সেই কারণেই কিছুটা সুর নরম করে তারা অনশন তোলার পথে হাঁটল।

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...