BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Monday, May 22, 2017

এক শ বছরের মধ্যেই এই পৃথীবী ছেড়ে যেতে হবে,কতজন পারবেন গ্রহান্তরে বসবাস করতে? Next thing RSS might do,it might replace Gandhi with Ambedkar to make India full bloom Hindu Nation and no resistance is possible but creative resistance! Stephen Hawking says we must start searching for the next Earth The physicist warns that Earth is becoming overpopulated and it's time to start looking for a new home. পলাশ বিশ্বাস


এক শ বছরের মধ্যেই এই পৃথীবী ছেড়ে যেতে হবে,কতজন পারবেন গ্রহান্তরে বসবাস করতে?

Next thing RSS might do,it might replace Gandhi with Ambedkar to make India full bloom Hindu Nation and no resistance is possible but creative resistance!

Stephen Hawking says we must start searching for the next Earth

The physicist warns that Earth is becoming overpopulated and it's time to start looking for a new home.

জীবন জীবিকা ,শিক্ষা ও চিকিত্সারর সঙ্গে এই পৃথীবীকে বসবাস যোগ্য করে রাখার লড়াঈ অনিবার্য..ষোলো শতাব্দীর ভবিষ্যদ্বক্তা নস্ট্রাডামুসের চেয়ে বিশ শতাব্দীর বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ভবিষ্যদ্বাণীর দাম বেশি। বহুবার নস্ট্রাডামুসের নামে 'কেয়ামত'-এর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, বহুবার সেসব ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু 'সময়ের সংক্ষিপ্ত ইতিহাস'-এর লেখক হকিং যখন বলেন, 'বাঁচতে হলে মানুষকে ১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে'; তখন কাণ্ডজ্ঞানওয়ালা মানুষ ভয় পাবেই।


Now Hawking, the renowned theoretical physicist turned apocalypse warning system, is back with a revised deadline. In "Expedition New Earth" — a documentary that debuts this summer as part of the BBC's "Tomorrow's World" science season —‚ Hawking claims that Mother Earth would greatly appreciate it if we could gather our belongings and get out — not in 1,000 years, but in the next century or so.


জীবন জীবিকার  মরণ বাঁচন লড়াঈয়ের এর নরসংহার সংস্কৃতির মুক্তবাজারে প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মনে করেন, অস্তিত্ব রক্ষা করতে হলে আগামী এক শতাব্দীর মধ্যেই মানবজাতিকে পৃথিবী ছাড়তে হবে। বেঁচে থাকার জন্য অন্য কোনো গ্রহে আবাস গড়তে হবে মানুষকে।আমি প্রথমথেকেই ক্রিএটিভ এক্টিভিজ্ম কেই রেসিস্ট ফ্যাসিস্ট নিরন্কূশ গ্লৌবাল অর্ডারের ও ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র ও রাজনাতির বিরুদ্ধে মানুষের বেঁচে বর্তে থাকার একমাত্র বিকল্প রাজনীতি বলে আসছি।বাংলা ,বাংলাদেশ ও বাঙালি জনসমগ্রের জন্য ধর্মীয় রাষ্ট্র ও রাজনীতি এই মুহুর্তে সবচেয়ে বড় বিপর্যয় গোরিকীকরণের সুনামী সময়ে

জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহামারি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এ গ্রহের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে মনে করেন ব্রিটিশ এই বিজ্ঞানী। স্টিফেন হকিং 'এক্সপেডিশন নিউ আর্থ' নামের বিবিসির একটি নতুন তথ্যচিত্রে এ মন্তব্য করেছেন। খবর দ্য টেলিগ্রাফের।

বিবিসি টু'তে ওই তথ্যচিত্র সম্প্রচার করা হয়েছে। এ তথ্যচিত্রের নির্মাতা হকিং নিজেই। এতে হকিং বলেছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, উল্কার আঘাত, মহামারি এবং জনসংখ্যা বৃদ্ধি এ গ্রহটিকে 'ক্রমাগতভাবে বিপজ্জনক' করে তুলেছে।

অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের এ পৃথিবী ত্যাগ করা প্রয়োজন। হকিংয়ের ধারণা, আমরা যদি নতুন একটি পৃথিবী খুঁজে পেতে ব্যর্থ হই, তবে মানবজাতির অস্তিত্ব সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত টিকবে।

যুগান্তকারী ধারাবাহিক অনুষ্ঠান 'টুমোরোস ওয়ার্ল্ড' তৈরির জন্য হকিং ও তার সাবেক ছাত্র ক্রিস্টোফ গালফার্ড মহাকাশে কিভাবে মানুষ বাঁচতে পারবে তা অনুসন্ধান করতে পুরো বিশ্ব ভ্রমণ করবেন।

ভবিষ্যৎ সম্পর্কিত বিষয়াদি নিয়ে তৈরি টুমোরোস ওয়ার্ল্ড ধারাবাহিকটি ৩৮ বছর ধরে সম্প্রচারিত হওয়ার পর ১৪ বছর আগে বিবিসি বাতিল করে।


Media reports:Humanity's future is in space and it's time to start looking for our future home, according to physicist Stephen Hawking.

Speaking on Friday at The Royal Society in London, Hawking said, "I strongly believe we should start seeking alternative planets for possible habitation."

Earlier this month, Hawking predicted that if the human race is to survive, we will need to leave Earth within the next 100 years.

"We are running out of space on Earth," he said, "and we need to break through the technological limitations preventing us living elsewhere in the universe."

Fortunately for all of us, efforts are already underway to find a new home for humanity. Last year, SpaceX founder Elon Musk unveiled his plan to colonise Mars "in our lifetimes". Musk has set his sights on building rockets large enough to carry 100 passengers to self-sustaining cities in a terraformed Martian landscape.

If you'd rather try further afield, there's the Trappist-1 star system. Astronomers announced in February that at least seven Earth-sized planets have been discovered just 39 light years away. More significantly, three of those planets could potentially support life. Or there's Proxima b, a nearby exoplanet where life "could still be evolving long after our sun has died". Hawking's Breakthrough Starshot initiative already plans to target it for a flyby mission.

Colonising new planets will be the subject of Hawking's keynote speech at next month's Starmus event in Trondheim, Norway. He says that he's not alone in his views and that many of his colleagues will also discuss the subject in what he claims will be "an extraordinary festival."

Starmus is a celebration of science and the arts, founded by astrophysicist Garik Israelian. Next month's event will be the fourth Starmus festival. Speakers will include astronaut Buzz Aldrinprofessor Brian Cox and 11 Nobel laureates. But it's also rooted in the belief that music and the arts can help inspire scientific understanding and discovery. Director Oliver Stone will appear at this year's festival and its advisory board includes musician Peter Gabriel and Brian May, the Queen guitarist and astrophysicist who released his own VR viewer last year.

The Starmus festival aims to bridge the divide between scientists and the public. Neuroscientist and Nobel laureate Edvard Moser said it's important than ever that "science should not be an elitist activity." He criticised President Trump, who has been openly sceptical of the scientific consensus on global warming, pointing out that "a few months ago, we didn't even know what an alternative fact was." But he argued that the answer is to teach people how scientists collect data and how science corrects itself.

Starmus hosts the awards for the Stephen Hawking Medal for Science Communication, which recognises individuals who have helped the public better understand science through writing, music and film. This year's winners will be given a medal designed by Alexei Leonov, the first man to walk in space. They'll also receive an 18-karat gold Omega watch.

Hawking, 75, has previously warned that the threats of climate change, overpopulation, asteroid strikes and genetically engineered viruses will make the next century a particularly dangerous one for our planet. In recent years, he has also discussed the potential dangers of contact with aliensartificial intelligence and other avoidable catastrophes.

The Starmus festival will run from 18-23 June. It will be hosted by NTNU, the Norwegian University of Science and Technology.




No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...