BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Saturday, June 6, 2015

লেঃ জেঃ অবঃ মাহবুব এবং বিএনপি নেতা রইস এর কথোপকথন ফাঁস

লেঃ জেঃ অবঃ মাহবুব এবং বিএনপি নেতা রইস এর কথোপকথন ফাঁস

বিএনপি দুর্নীতিগ্রস্ত কলুষিত ও রুগ্ন: মাহবুব রহমান


বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য রইসউদ্দিনের একটি ফোনালাপ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। বাংলা লিকস নামে একটি ইউটিউব চ্যানেল এটি প্রকাশ করার পর তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোনালাপে বিএনপির শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের সমালোচনা এবং ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পেয়েছে। ৩ঠা জুন দুজনের ফোনালাপটি প্রকাশ হয় ৫ই জুন। এতে উঠে এসেছে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ নিয়ে অনিশ্চয়তা, হাসিনা-খালেদা টেলিফোন আলাপ, চীন, জামায়াত, সেনাবাহিনী, ২০১৯ সালের জাতীয় নির্বাচন, সিনিয়র নেতাদের জামিনসহ নানা প্রসঙ্গ।

ফোনালাপটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে ফোনালাপটির ব্যাপারে জানতে চাইলে লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, আমি কিছু জানি না। অনেকের সঙ্গেই প্রতিদিন কথা হয়, খোলা মন নিয়েই কথা বলি। কিন্তু কে কখন ফোন রেকর্ড করে প্রকাশ করছে, এসব নিম্নশ্রেণীর আচরণ। ইদানিং তো চরিত্রহননে এসব করা হচ্ছে। তিনি বলেন, আমি এসব ব্যাপারে আগ্রহী নই। আমি স্বচ্ছ মানুষ সারা দুনিয়া জানে। অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রইসকে দফায় দফায় ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। উল্লেখ্য, এই চ্যানেল ইতিপূর্বে ব্যারিস্টার মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা ও মাহমুদুর রহমান মান্নাসহ বেশ কয়েকজন রাজনীতির ফোনালাপ ইউটিউবে প্রকাশ করেছে।


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tBXvfcSxhmM

http://www.amaderorthonete.com/content/2015/06/06/news0317.htm

http://mzamin.com/details.php?mzamin=Nzg1MjE=&sMQ==

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=4Kg4tXkR_8Y

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...