BAMCEF UNIFICATION CONFERENCE 7

Published on 10 Mar 2013 ALL INDIA BAMCEF UNIFICATION CONFERENCE HELD AT Dr.B. R. AMBEDKAR BHAVAN,DADAR,MUMBAI ON 2ND AND 3RD MARCH 2013. Mr.PALASH BISWAS (JOURNALIST -KOLKATA) DELIVERING HER SPEECH. http://www.youtube.com/watch?v=oLL-n6MrcoM http://youtu.be/oLL-n6MrcoM

Welcome

Website counter
website hit counter
website hit counters

Wednesday, September 4, 2013

পেনশন বিল পাশ করাতে মরিয়া সরকার

পেনশন বিল পাশ করাতে মরিয়া সরকার
পেনশন বিল পাশ করাতে মরিয়া সরকার
নয়াদিল্লি: খাদ্য সুরক্ষা এবং জমি অধিগ্রহণর বিলের পর ইউপিএ সরকারের এ বার লক্ষ্য সংসদে পেনশন বিল পাস করানো৷ পেনশন বিল পাস হলে বিদেশি বিনিয়োগ বাড়বে, তাই এই বিল পাস করাতে মরিয়া অর্থমন্ত্রী পি চিদম্বরম৷

সংসদের অধিবেশন শেষ হতে আর তিনদিন বাকি৷ ওই সময়ের মধ্যে অতিরিক্ত ব্যয়বরাদ্দের দাবি ছাড়া পেনশন বিল লোকসভা ও রাজ্যসভায় পাস করাতে চাইছে সরকার৷

কিন্ত্ত কয়লা কেলেঙ্কারি নিয়ে বিজেপি যে রকম চরম অবস্থান নিয়েছে তাতে সংসদের বাদল অধিবেশনে পেনশন বিল পাস হওয়া নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে৷ মঙ্গলবার কয়লা নিয়ে প্রধানমন্ত্রীর জবাবে অসন্ত্তষ্ট বিজেপি বলেছে, সহযোগিতা কখনও একতরফা হয় না৷ বিজেপি সব বিল পাসে সরকারকে সাহায্য করবে, আর সরকার বিজেপির প্রশ্নের জবাব দেবে না এটা হয় না৷ তা হলে, বিজেপি কি পেনশন বিল পাস করতে সরকারকে সহযোগিতা করবে না? বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেছেন, 'এ ব্যাপারে দলের শীর্ষ নেতারা কৌশল ঠিক করবেন'৷

কংগ্রেস অবশ্য আশা প্রকাশ করেছে, পেনশন বিল পাস হবে৷ কারণ, বিজেপি এই বিল পাস করানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ বিজেপি-র সঙ্গে অর্থমন্ত্রী চিদম্বরমের কথাও হয়ে গিয়েছে৷ পেনশন বিলে বিজেপির দু'টি সংশোধনী সরকার মেনে নেওয়ায় প্রধান বিরোধী দল পেনশন বিল পাস করানোর প্রতিশ্রুতি দিয়েছে৷ নতুন করে কোনও বিতর্ক দেখা না-দিলে পেনশন বিল পাস করার ক্ষেত্রে সরকারের অসুবিধা হওয়ার কথা নয়৷ সিপিএম-সহ বামেরা এবং তৃণমূলের মতো কয়েকটি দল এর বিরোধিতা করতে পারে ঠিকই, কিন্ত্ত তাতে বিল পাস করতে কোনও অসুবিধা হবে না৷ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির স্বীকারোক্তি, কংগ্রেস-বিজেপি একজোট হলে যে কোনও বিলই পাস হয়ে যাবে৷ অন্য দলগুলি সমর্থন করল বা বিরোধিতা করল তাতে কিছু যায় আসে না৷ সিপিএম শুধু দাবি করেছে, সরকারকে গ্যারান্টি দিতে হবে, সরকারি কর্মী যখন অবসর নেবেন, তখন শেষ যে বেতন পাচ্ছিলেন তার অর্ধেক তিনি পেনশন পাবেন৷ কিন্ত্ত এমন কোনও নিশ্চয়তা দিতে রাজি নয় সরকার৷

প্রথম ইউপিএ সরকারের সময় শরিক দল সিপিএমের বিরোধিতা এবং দ্বিতীয় ইউপিএর শরিক দল তৃণমূলের বিরোধীতায় এই বিল পাস করানো যায়নি৷ এখন বিরোধী বিজেপি-র সাহায্যে সেই বিল পাস করাতে চাইছে সরকার৷ পেনশন বিলে আইনানুগভাবে একটি পেনশন তহবিল রেগুলেটরি ও ডেভলাপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব আছে৷ কেন্দ্রীয় সরকারি চাকুরেদের জন্য নতুন পেনশন ব্যবস্থা ২০০৪ সাল থেকেই শুরু হয়ে গিয়েছে৷ সরকার প্রশাসনিক নির্দেশবলে একটি অস্থায়ী রেগুলেটরি অথরিটিও তৈরি হয়েছে৷ সাতাশটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল তাঁদের কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প গ্রহণ করেছেন৷ ২০০৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার বহির্ভূত যে কেউ এই পেনশন প্রকল্পে যোগ দিতে পারবেন

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...