কালতো আবার দেশ জুড়ে উৎসব
কত রং রসের সমারোহ
কত লম্ফ ঝম্প কত গান
এক ফালি ন্যকড়ার এ উৎসাহ।
ওখানেতো আসবে ছেলেমেয়ে
আমারা যেমন যেতাম নেচে নেচে
ক্লান্ত হবে দেশেরই গান গেয়ে
ওদের গানেই স্বাধীনতা বাঁচে।
তোমরা খাবে মটন বিরিয়ানি
সাঙ্গ হলে তেরাঙ্গাটি নাড়া
ওদের জন্য কোথায় যে জলপানি
কোথায় মিঠাই? কোথায় ছানাবড়া?
লেবেঞ্চুস নেবেন দাদা
একসঙ্গে ছ'টা নিলে দশ
দেশের গর্ব এমন পরম্পরা
ভাবিকাল যে লেবেঞ্চুসেই বশ !!
No comments:
Post a Comment